ঢাকাবুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা আগামীকাল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আগামীকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয়া হবে।  

 

আজ রবিবার (২৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আজাদ মজুমদার বলেন, তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন আগামীকাল সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। তদন্ত-কাজ চলমান আছে।

তিনি বলেন, তদন্তদল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে বেশ কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে, প্রয়োজন হলে বিদেশেও কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তদন্তের স্বার্থে প্রবেশ সীমিত করা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাসের ভিত্তিতে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ও টেলিভিশনের ৪০ জন ভিজে-কে অস্থায়ী পাস দেয়া হবে।

তিনি আরও জানান, এর বাইরে ডিএমপির অস্থায়ী সেল থেকে সাংবাদিক বা যাদের প্রয়োজন তারা পাস সংগ্রহ করতে পারবেন।

আজাদ মজুমদার বলেন, যতক্ষণ নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান কার্ডের লিগ্যালিটি থাকবে। তবে কার্ড ইস্যুর ক্ষেত্রে সরকার রিভিউ করবে। যাতে সাংবাদিক নামধারী কোনো দালাল সচিবালয়ে প্রবেশ করতে না পারে।