ঢাকাবুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে প্রকাশ্যে ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতা।

 

আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই আওয়ামী লীগ নেতা।

রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের মেম্বার, তার ‘মুজিব কোট’ পোড়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ক্ষোভ প্রকাশ করে রেজাউল করিম বলেন, ‘এই দলের নেতাকর্মীদের চাল-চলন আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, ‘আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম, এখন থেকে তাবলিগ করবো।’