ঢাকারবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে : ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৮, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরো বাড়বে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন তো এখনো ফ্যাসিবাদের হাতে, ফাইল তো এখনো নড়ে না। আপনি সংস্কার করবেন কিভাবে।  প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে।

তিনি বলেন, ৭১ কে যেন ভুলে না যাই। ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামকে মনে রাখা দরকার। তারপরেই জুলাই গণঅভ্যুত্থান। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়।

বিএনপি নেতা বলেন, সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না। দীর্ঘ ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম, খুনের স্বীকার হয়েছে। তখন তো কেউ পাশে ছিল না। এখন অনেকেই আসছেন।