ঢাকারবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণের দাবি চবি ছাত্র ফেডারেশনের

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৮, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে তা বাতিল করে ২০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আজাদ হোসেন বলেন, “সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়। এটি শিক্ষার্থীদের জন্য অস্বাভাবিক চাপ এবং অন্যায়।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে শ্রমিক, কৃষক, এবং মধ্যবিত্ত শ্রেণির সন্তানদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। কিন্তু ১০০০ টাকার আবেদন ফি নির্ধারণ শিক্ষার বাণিজ্যিকীকরণেরই একটি উদাহরণ। আমরা এ ধরনের অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ২০০ টাকা আবেদন ফি নির্ধারণের দাবি জানাই।”

আজাদ হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুশিয়ার করে বলেন, “শিক্ষাকে বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করার যেকোনো প্রয়াস রুখে দিতে ছাত্র সমাজ প্রস্তুত। শিক্ষা সবার অধিকার, এটিকে সুলভ রাখতে হবে।”

ছাত্র ফেডারেশনের এই বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকেও ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।