ঢাকাশনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের কাজের কোনো ‘জাদুকরি সমাধান নেই’, বললেন আইজিপি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৮, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে অপরাধ দমনে পুলিশ নিরলস কাজ করছে, তবে এর জন্য কোনও জাদুকরি সমাধান নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

 

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ রিটায়ারড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “সারা দেশের এসপিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কাছে কোনো জাদুকরি সমাধান নেই কারণ আপনি পরিস্থিতি জানেন এবং কোথা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছি।”

 

পুলিশ বাহিনীতে পদোন্নতির বিষয়ে তিনি জানান, “কর্মকর্তাদের অবদানের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রদানের উপায় হিসেবে মাত্র ১০ থেকে ১২ দিন চাকরির মেয়াদ বাকি থাকতেই পদোন্নতি দেওয়া হচ্ছে।”

 

সম্প্রতি দেশে চুরি, ডাকাতি ও হত্যার ঘটনার বৃদ্ধির প্রসঙ্গে আইজিপি বলেন, “আমরা পুলিশ বাহিনীকে কার্যকর করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। জনগণের আরও কাছাকাছি যেতে চাই এবং তাদের সহযোগিতা চাই।”

 

সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরকে হুমকির ঘটনায় সিরাজগঞ্জ থেকে জাহিদ হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আইজিপি বলেন, “আমরা প্রতিটি ঘটনা সমাধানের জন্য কাজ করছি, তবে সবগুলো ঘটনার মধ্যে যোগসূত্র নেই।”

 

এছাড়া ময়মনসিংহ থেকে দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তারের পর তার বাবা-মায়ের জিম্মায় দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, “এটি তদন্ত কমিটি কাজ করবে। আমি এ বিষয়ে কথা বলতে পারব না।”

 

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের একটি ঘটনায় ছাত্র সমন্বয়কদের ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় এবং ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

 

আইজিপি তার মেয়াদ প্রসঙ্গে বলেন, “আমি অবসর থেকে ফিরে এই দায়িত্ব গ্রহণ করেছি। জানি না কতটুকু অর্জন করতে পারব… তবে আমি চলে যাওয়ার সময় সম্মানটা সঙ্গে করে নেওয়ার চেষ্টা করব।”

 

পুলিশের কার্যক্রমের ধারাবাহিক উন্নয়নে জনগণের সহায়তা ও আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আইজিপি।