মোগল সাম্রাজ্যের সর্বশেষ কবি ও উর্দু সাহিত্যের অহংকার মির্জা আসাদুল্লাহ বেগ খান গালিবের ২২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মাজমা এ মাজানিন ১.০’ শীর্ষক একটি আড্ডা ও সাংস্কৃতিক জলসার আয়োজন করেছে আনদায ফাউন্ডেশন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ডিসি হিলস্থ নন্দন বইঘরে এই আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করল সাহিত্য ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ‘আনদায’।
‘মাজমা এ মাজানিন ১.০’-এর মূল আকর্ষণ ছিল বিশিষ্ট সংগীত শিল্পী ও নাত খাঁ মোহাম্মদ নুরুল মোস্তফার গালিব রচিত গজল পরিবেশনা। এছাড়া নজরুল গীতি, আধ্যাত্মিক গান, সুফি কবিতা ও মাইজভাণ্ডারী কালামের চমৎকার পরিবেশনায় অংশ নেন দীপায়ন দেব, সুলাইম মাহমুদ, অরণ্য ভট্টাচার্য্য, আবু হাসান মুহাম্মদ মুখতার, কাজী ওয়ালি উল্লাহ ও খোবাইব হামদান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির উদ্দিন আহমেদ। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল ‘এ্যানাগ্লিপটা পেপার ওয়ার্কস’।
মির্জা গালিব শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, সারা বিশ্বেই উর্দু সাহিত্যের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত। তার সাহিত্যিক অবদানের জন্য তিনি ‘দবির-উল-মুলক’ (সেক্রেটারি অফ দ্য স্টেইট) ও ‘নজম-উদ-দৌলা’ (স্টার অফ দ্য স্টেইট) উপাধিতে ভূষিত হন। ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর আগ্রায় জন্মগ্রহণ করা গালিব ১৮৫৪ সালে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের ‘উস্তাদ’ হিসেবে সম্মান লাভ করেন।
১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন এবং দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজারের পাশে পারিবারিক গোরস্তানে চিরনিদ্রায় শায়িত হন। তার বিখ্যাত কবিতা সংকলন ‘দেওয়ানে গালিব’ তার জীবদ্দশায় প্রকাশিত হয়, যা আজও উর্দু সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে স্বীকৃত।
‘মাজমা এ মাজানিন ১.০’ এর মাধ্যমে আনদায ফাউন্ডেশন তাদের সাহিত্যিক ও সাংস্কৃতিক অভিযাত্রা শুরু করল। ভবিষ্যতেও এ ধরনের অনন্য আয়োজনের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের মুগ্ধ করার প্রতিশ্রুতি রেখেছে সংগঠনটি।