ঢাকাবৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘‘সচিবালয়ে এক যায়গায় আগুন লেগে তিন যায়গায় গেছে, মাঝখানে কোথাও আগুন নেই কেন?’’

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সচিবালয়ে আগুন লাগার অন্যতম কারণ সেখানে দায়িত্বরত কর্মচারীদের অবহেলার জন্য হতে পারে কিংবা কোন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য এই আগুন লাগানো হতে পারে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক একে এম শাকিল নেওয়াজ।

তিনি বলেন, সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য খুবই হাল্কা কিছু জিনিসপত্র লাগানো থাকলেও সেগুলো ব্যবহার উপযোগী নয়।

আগুন নিয়ন্ত্রণে ৬ ঘন্টা সময় লাগার কারণ জানতে  চাওয়া হলে শাকিল নেওয়াজ বলেন, সচিবালয়ে প্রয়োজনীয় ফায়ার এলার্ম না থাকায় এবং ফায়ার সার্ভিস টিম সঠিক সময়ে আগুনের খবর না পাওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরী হয়। একই সাথে সচিবালয়ের ভবনে বা তার আশেপাশে প্রয়োজনীয় পানি না থাকায় আগুন নেভাতে সময় লেগেছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সচিবালয়ের ইউটিলিট পাইপলাইন অর্থাৎ খাওয়ার পানি, ব্যাবহারের জন্য পানি এমনকি বাথরুম ব্যাবহারের পানিও একটি লাইনে ব্যাবহার করা হয়। যার ফলে সচিবালয় ভবনে কোন ট্যাঙ্ক থেকে আলাদা করে পানি নেওয়া সম্ভব হয়নি।

সচিবালয় ভবনে এক লাখ গ্যালন পানি থাকা জরুরি ছিল উল্লেখ করে তিনি বলেন, সচিবালয় ভবনে এক হাজার গ্যালন পানিও ছিলোনা যেটুকু রিজার্ভ পানি থাকার কথা সেটাও ইউটিলিটি লাইন সলযোগ থাকার ফলে শেষ হয়ে গিয়েছিলো।