ঢাকাবৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের নতুন নাম দেওয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখা দিল ভারত : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে সম্প্রসারণের অপচেষ্টা চালাচ্ছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ এরই (বাংলাদেশের এলাকা দখল) ইঙ্গিত বহন করে। ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেওয়াসহ নতুন পতাকা ও সরকারের রূপরেখাও দিয়েছে তারা। আমাদের মধ্যে থেকে কিছু ‘‘র’’-এর  এজেন্ট তাদের এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এর জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবে না।’