চট্টগ্রাম নগরের চিটাগং ক্লাব এলাকার রেস্তোরাঁ “কুক আউট রেস্টুরেন্ট” থেকে ইশমাম শাহরিয়ার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের চিটাগং ক্লাবের বিপরীতে কুক-আউট রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, নগরীর চিটাগং ক্লাব এলাকার রেস্তোরাঁ “কুক আউট রেস্টুরেন্ট” এ অনুষ্ঠিত হয়েছে “বেস্ট রাঁধুনি অফ চট্টগ্রাম” নামের একটি রান্না প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজক যুব মহিলালীগের নেত্রী সোনিয়া আজাদ। কিভাবে আওয়ামী লীগ নেত্রী এ ধরনের অনুষ্ঠান করেন ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সেখানে অংশগ্রহণ করে সে বিষয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি বলেন, ‘কুক-আউট রেস্টুরেন্ট থেকে ইশমাম শাহরিয়ার নামে পতেঙ্গা থানা ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’