রাজধানীর ৩০০ ফিট এলাকায় মদ্যপ সেনা কর্মকর্তার পুত্রের বেপরোয়া গাড়ি চাপায় বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ নিহত হয়েছেন। একই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা ও মোঃ মেহেদি হাসান খান।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মধ্যরাতে একটি চেকপোস্টে মোহতাসিম ও তার বন্ধুরা পরিচয় যাচাই করাচ্ছিলেন। সেই মুহূর্তে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহ আল মামুনের পুত্র সাদমান মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে তাদের চাপা দেন। ঘটনাস্থলেই মারা যান মোহতাসিম। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদমান, যিনি একজন এ-লেভেলের ছাত্র, ইতোমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
এর আগেও মদ্যপ সেনা কর্মকর্তার সন্তানদের বেপরোয়া আচরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ, সেনা কর্মকর্তা অজিজের ছোট ছেলের ঘটনার কথা উল্লেখযোগ্য।
পরিবর্তিত বাংলাদেশে কেউ যেন তার পিতৃপরিচয় রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আইনের চোখে ধুলো দিতে না পারে, সেটাই এখন সাধারণ মানুষের দাবি।