বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজিসিটাব আইটি ক্লাব আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ, এফ এম, আরঙ্গজেব। বক্তৃতায় তিনি বলেন তথ্যপ্রযুক্তি খাত বর্তমান বিশ্বের চালিকাশক্তি। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আইটি ক্লাবের যাত্রা আমাদের শিক্ষার্থীদের এই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এসএম শোয়েব ও ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার।
আইটি ক্লাবের চিফ এডভাইজার মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, শাহরিয়ার ফয়সাল ও সৈয়দা তাসফিয়া তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
নবগঠিত এই বিজিসিটাব আইটি ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন রাহাত ইবনে সাত্তার, ভাইস প্রেসিডেন্ট মেহরাজ মোয়াজ্জেম, জেনারেল সেক্রেটারি আসরার কাউসাইন তাহমিদ, ট্রেজারার আ, ক, ম ফাহিম চৌধুরী এবং অর্গানাইজিং সেক্রেটারি সায়েম মান্নান।
বিজিসিটাব আইটি ক্লাব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জন, গবেষণা এবং উদ্বোধনী প্রযুক্তি বিষয়ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।