ঢাকাশুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ২০, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মতো এবারও বিশ্বের সেরা দেশ নির্বাচন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। তাদের ২০২৪ সালের বর্ষসেরা দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমটি জানিয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি অগ্রগতি বা পরিবর্তন সাধনকারী দেশগুলোকে বিবেচনায় নেওয়া হয়।

চলতি বছরের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে পাঁচটি দেশ:

বাংলাদেশ

সিরিয়া

আর্জেন্টিনা

দক্ষিণ আফ্রিকা

পোল্যান্ড

তালিকা থেকে চূড়ান্ত বিজয়ী নির্ধারণে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়। শেষ পর্যন্ত বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ হয় সিরিয়া।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বর্ষসেরা দেশের স্বীকৃতি পাওয়ার পেছনে মূল কারণ হলো, এক স্বৈরশাসকের উৎখাত। আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৫ বছর ধরে বাংলাদেশ শাসন করছিলেন।

“এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিলেও, শেখ হাসিনা পরবর্তীতে দমনমূলক শাসন, নির্বাচনী কারচুপি এবং বিরোধীদের প্রতি কঠোর আচরণ শুরু করেন। তার শাসনামলে ব্যাপক অর্থ আত্মসাৎ হয়েছে।”

বর্তমানে বাংলাদেশে শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার রয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের সমর্থনে কাজ করছে। এ সরকার ইতোমধ্যে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতি স্থিতিশীল করেছে।

তবে, সামনে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের মধ্যে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে হবে। এছাড়া, আদালতের স্বাধীনতা এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বছরের রানারআপ সিরিয়া, যেখানে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

আর্জেন্টিনা: অর্থনৈতিক সংস্কারের জন্য প্রশংসিত।

দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড: খারাপ শাসনের বিরুদ্ধে নতুন সরকার গঠন করেছে।

২০২৩ সালে সেরা দেশ নির্বাচিত হয়েছিল গ্রীস। অর্থনৈতিক সংকট কাটিয়ে মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত হওয়ায় এই স্বীকৃতি পায় দেশটি।

এর আগের বিজয়ীদের মধ্যে ছিল:

কলম্বিয়া (গৃহযুদ্ধ অবসানের জন্য),

ইউক্রেন (রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য),

মালাউই (গণতন্ত্রায়নের জন্য)।

২০২৪ সালে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দ্য ইকোনমিস্টের প্রতিবেদন শেষ হয় এই মন্তব্যে:

“একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করে উদার সরকার গঠনের পথে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশই এবারের সেরা।”