ঢাকাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের চলমান গুপ্ত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে স্যাডের বিক্ষোভ কর্মসূচি ও মিছিল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৮, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ অংশগ্রহণ করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা গাজীদের উপরে আওয়ামী লীগের চলমান পরিকল্পিত গুপ্ত হত্যা ও গুপ্ত হামলার প্রতিবাদে আজ জামালখানের প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

বিক্ষোভ সমাবেশটি সঞ্চালনা করেব স্যাড দক্ষিণ জেলার আহবায়ক খোবাইব হামদান। সমাবেশে বক্তব্য রাখেন স্যাড মহানগরের যুগ্ম সদস্য সচিব রেদোয়ান রক্তিম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সাজিদ সামী চৌধুরী, স্যাড মহানগর সদস্য সুলাইম মাহমুদ, নাইম উদ্দিন, চৌধুরী সাকিব আরিফ, স্যাডের কেন্দ্রীয় পরিষদের আহবায়ক জমির উদ্দীন, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল করিম রিয়াজ, বাংলাদেশ ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুনির রাফি, স্যাড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আহবায়ক মাইন উদ্দিন আরাফ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের কুকুরেরা আমাদের ছাত্র আন্দোলনের গাজী ভাইদের উপরে হামলা করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো এর কোনো দায়ভার নিচ্ছেই না, বরং নীরবতা পালন করছে।”

 

তারা আরো বলেন, “একসপ্তাহের মধ্যে ৪জনেরও অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। গতকাল আমাদের একজন সদস্যের উপরে হামলা হয়েছে। কিন্তু আমরা কারো তৎপরতা দেখছি না। আমরা এর দ্রুততম নিস্তার চাই।”

 

সমাবেশে বিভিন্ন পেশাজীবি, গণমাধ্যম কর্মী ও ছাত্রজনতা জড়ো হয়। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে জামালখান মোড় হয়ে চেরাগি পাহাড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব অভিমুখে এসে শেষ করেন।