ঢাকামঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি শিক্ষক সমিতি ‘থার্ডক্লাস’ লেভেলের ক্লাব : হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৭, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ক্লাব আছে। ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব। এর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পৃথিবীতে এত ‘থার্ড ক্লাস’ লেভেলের ক্লাব আর কোথাও নেই। 

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘সাতচল্লিশ-একাত্তর-চব্বিশ: আমাদের বিজয়ের পথপরিক্রমা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ ধরনের তুলনা করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো— আপনার ভাবনাগুলো আপনার সুবিধাজনক ভাষায় প্রকাশের পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কিছু হলেই ব্যানার নিয়ে অপরাজেয় বাংলায় দাঁড়িয়ে যেত। তারা আপনার কলম, চিন্তা, মেরুদণ্ড নিয়ন্ত্রণ করতে চেয়েছে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও নাই, যেখানে গণভবনের ‘মালিক’ এবং বায়তুল মোকাররমের খতিব একসঙ্গে দেশ ছেড়ে পালিয়েছে।