বোয়ালখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এবং চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে কিরাত, হামদ/না’ত, কবিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো এবং প্রীতি ফুটবল টুর্নামেন্টসহ নানা ইভেন্টের মাধ্যমে উদযাপনটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইসহাক চৌধুরী। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রকৃত ইতিহাস জানাতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভাপতির বক্তব্যে চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম. কপিল উদ্দীন বলেন, “বিএনপি সবসময় শিশুদের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতে ক্ষমতায় এসে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক এম নেজাম উদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এস, এম সেলিম, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ মাস্টার, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আবসার ফারুকী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবদুল মান্নান রানা, সহ সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন,পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ১ম যুগ্ম-আহবায়ক আরেফিন রিয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেদুল আলম, শ্রমিকদলের সাবেক সদস্য সচিব মীর ইলিয়াস,সিনিয়র যুগ্ম আহবায়ক তোতা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুর হোসাইন, চরখিজিরপুর বিএনপি নেতা হোসাইন বালি,জাগের হোসাইন,আনোয়ার হোসাইন,বড় নুর হোসেন,আবুল হাসেম, চরখিজিরপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসাইন হিরু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক আবুল মনসুর, যুবদল নেতা সাদ্দম হোসাইন, আবদুল বারেক,নজরুল ইসলাম, ইকবাল হোসাইন সওদাগর, নুরুল ইসলাম সুমন, খোকন সওদাগর, সাদ্দাম হোসাইন প্রবাসী,সাইফু উদ্দিন,ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম ইমরান, উপজেলা জাসাস সদস্য সচিব জোবায়ের হোসাইন,ছাত্রদল নেতা রিমানুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আরিফুল হাসান ইমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস,সানি, ইউনিয়ন ছাত্রদল নেতা ইসতিয়াক হোসাইন জিসান,মুরাদ,রবি,মারুফ, সৌরভ,আকিব,জাহেদ, মানিক, আনিছুর রহমান বাবু, মানিক, আরাফাত, মুরাদ, আকিবুর রহমান,সাইদ, শিহাব প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে বোয়ালখালী প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।