ঢাকাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“৭১ আমাদের স্বাধীনতা, ২৪ আমাদের মুক্তি” – স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৬, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে “একাত্তর থেকে চব্বিশ: বাংলাদেশের স্বাধীনতার সিলসিলা” শীর্ষক সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)। সমাবেশে বক্তারা স্বাধীনতার চেতনা সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

 

সমাবেশে বক্তারা বহদ্দারহাট মোড়কে শহিদ তানভীর চত্বর নামকরণের জোর দাবি জানিয়ে বলেন, “শহিদ তানভীর সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণীয় করতে এই নামকরণ অত্যন্ত প্রাসঙ্গিক।” তারা আরো বলেন, “৭১ আমাদের স্বাধীনতা, ২৪ আমাদের মুক্তি। কোনো বিদেশি অপশক্তি যেনো আমাদের স্বাধীনতাকে কলুষিত না করতে পারে, সে ব্যাপারে আমাদের সকলের সোচ্চার অবস্থান নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যাড এর কেন্দ্রীয় আহবায়ক জমির উদ্দীন এবং সঞ্চালক ছিলেন স্যাড সদস্য সচিব আবির বিন জাবেদ। প্রধান বক্তা ছিলেন স্যাড কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ। এছাড়া বক্তৃতা দেন চৌধুরী সাকিব আরিফ, স্যাড দক্ষিণ জেলার আহ্বায়ক খোবাইব হামদান, স্যাড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাঈন উদ্দিন আরাফ, শিশির আজাদ চৌধুরী, স্যাড চট্টগ্রাম মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সাজিদ সামী চৌধুরী এবং এইচ এম জুবায়ের।

 

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিজয় দিবসের এই আয়োজনকে একটি নতুন শপথের দিন হিসেবে অভিহিত করেন। সমাবেশ শেষে একটি বিজয় মিছিল বহদ্দারহাট মোড় প্রদক্ষিণ করে।