ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হওয়া গুপ্ত হামলা ও দুইজনকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে আজ জামালখানের প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা।
জানা যায়, ভারতীয় আগ্রাসন বিরোধী লেখালেখির জের ধরে গুপ্ত হত্যার শিকার হয়েছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সীমান্ত ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী সিহান। এছাড়াও, চিন্ময় কৃষ্ণ দাশের জামিন না মঞ্জুরের জের ধরে হওয়া হিন্দুত্ববাদের ধারক ও বাহক ইসকনের হামলায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।
সমাবেশে মাহফুজ ফারাজি নামের একজন সাধারণ শিক্ষার্থী জানান, “আমরা শুরু থেকেই রক্ত দিয়ে আসছি। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আনা এই গণ-অভ্যুত্থান-উত্তর সময়ে আমাদের উপরেই যদি হামলা করা হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক।”
উক্ত সমাবেশের আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বক্তব্যে উল্লেখ করেন, “যেভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। বর্তমানের ক্ষমতাসীন বলয়ে থেকে যে বা যারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন নয়, বরং আমাদের ভাইদেরকে মেরে ফেলছে তারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন সাইফুর রুদ্র, পুষ্পিতা নাথ, খলিলুর রহমান, তাওহীদ আলিফ, তৌসিফ ইমরোজ-সহ আরো অনেকে।