ঢাকাশুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদের ছবি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৯, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের শীর্ষ ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদ। তাঁর তোলা ছবি, যেখানে হাজারো মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে উল্লাসে মেতে ওঠেন, তালিকার ৭২তম স্থানে রয়েছে।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) টাইম ম্যাগাজিন তালিকাটি প্রকাশ করে। আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক পেজে এই স্বীকৃতি নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন কে এম আসাদ। তিনি লেখেন, “২০২৪ সালের টাইম-এর শীর্ষ ১০০ ছবির তালিকায় আমার ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে আমার কাজের স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত।”

এই ঐতিহাসিক মুহূর্তের ছবি তোলা হয়েছিল গত ৫ আগস্ট। ওই দিন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা এবং দেশত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর হাজারো মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন। পরে অনেকেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন। এ সময় জাতীয় পতাকা হাতে উদযাপনরত মানুষের ভিড় আর তাঁদের আবেগময় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন কে এম আসাদ।

প্রতি বছর টাইম ম্যাগাজিনের ফটো বিভাগ থেকে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য ঘটনাগুলোর ওপর ভিত্তি করে শীর্ষ ১০০ ছবির তালিকা প্রকাশ করা হয়। এ বছর তালিকার শীর্ষে স্থান পেয়েছে আইসল্যান্ডের ফটোগ্রাফার মারকো ডি মারকোর তোলা অগ্নুৎপাতের একটি ছবি। এছাড়া তালিকায় ফিলিস্তিনে ইসরায়েলের হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিভিন্ন মুহূর্তও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশি কে এম আসাদের এই সাফল্য শুধু তাঁর জন্য নয়, বরং গোটা জাতির জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হবে।