ঢাকাশুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার গুঞ্জন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার গুঞ্জন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি।

 

এদিকে, আসাদকে বহনকারী বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হতে পারে বলে দুটি সিরিয়ান সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকার থেকে জানা যাচ্ছে, দামেস্ক ছেড়ে যাওয়া শেষ বিমানটি ছিল একটি ইলিউশিন-৭৬ প্লেন, যার ফ্লাইট নম্বর ছিল সিরিয়ান এয়ার ৯২১৮।

ধারণা করা হচ্ছে, এই উড়োজাহাজটি আসাদকে বহন করছিল। এটি বিদ্রোহীরা বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার ঠিক আগে উড্ডয়ন করে। এটি প্রথমে পূর্বদিকে উড়ে যায় এবং পরে উত্তর দিকে মোড় নেয়, কিন্তু হোমসের ওপর দিয়ে চক্কর কাটার সময় এর সিগন্যাল হঠাৎ হারিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। এটি আসাদকে বহনকারী উড়োজাহাজ বলে দাবি করা হচ্ছে। তবে এই দাবি কোনো আন্তর্জাতিক বা স্থানীয় সংবাদমাধ্যম স্বাধীনভাবে নিশ্চিত বা যাচাই করতে পারেনি। এমনকি রয়টার্সও ভিডিওটির বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

তবে দুটি সিরিয়ান সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, খুব বেশি সম্ভাবনা রয়েছে যে আসাদ ওই বিমান দুর্ঘটনায় নিহত হতে পারেন। কারণ এটি খুবই রহস্যজনক ব্যাপার যে হঠাৎ কেন বিমানটি আশ্চর্যজনক ইউটার্ন নিল এবং মানচিত্রের বাইরে অদৃশ্য হয়ে গেল।