ঢাকাশুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসাদের পালানোর খবরে দামেস্কে উল্লাস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৮, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ দুই যুগের স্বৈরশাসক বাশার আল-আসাদের দেশ ছেড়ে পালানোর খবরে সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়াদ স্কয়ারে উৎসব চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উমাইয়াদ স্কোয়ারে জোরে গান বাজানো হচ্ছে এবং প্রায় এক ডজন ব্যক্তি একটি পরিত্যক্ত ট্যাংকের চারপাশে নাচছেন। দাবি করা হচ্ছে, ট্যাংকটি সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন। 

আজ রবিবার (৮ ডিসেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা তাদের কার্যালয় ত্যাগ করেছেন। তবে কর্মকর্তাদের হঠাৎ কার্যালয় প্রত্যাহারের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

উমাইয়াদ স্কয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সদর দফতরের মত সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোর মধ্যে একটি। এই ঘটনাগুলো দামেস্কের বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।