ঢাকামঙ্গলবার, ১০ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত বাংলাদেশের হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে : আসিফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে।

 

২ ডিসেম্বর সোমবার রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি আরও বলেন, সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ।

এর আগে সোমবার বেলা দেড়টার দিকে ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।