ঢাকাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি গঠন করলো স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) আজ (৩ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। SAD-এর কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন এবং কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদ আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত চবি আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

আহ্বায়ক: মাঈন উদ্দিন আরাফ
যুগ্ম আহ্বায়ক: রুবাইদা খানম অহি
সদস্য সচিব: মোহাম্মদ আছেম
যুগ্ম সদস্য সচিব: আবু বক্কর
মুখপাত্র: জিন্নাতুন নিসা

কেন্দ্রীয় কমিটি চবি আহ্বায়ক কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সদস্যদের তালিকা প্রণয়ন করে কেন্দ্রের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখার প্রত্যয়ে SAD-এর যাত্রা শুরু। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রনেতা নাহিদ ও আসিফের গ্রেফতারের পর আন্দোলন থেমে যাওয়ার শঙ্কায় একদল সাহসী তরুণ গণতন্ত্র, ইনসাফ, ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি গড়ে তোলেন। SAD-এর মূল লক্ষ্যগুলো হলো:
১. জুলাই আন্দোলনের অভিপ্রায় বাস্তবায়ন।
২. গণতন্ত্র ও ইনসাফের যাত্রাকে সফল করা।
৩. জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করা।

চট্টগ্রাম SAD-এর অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে কাজ করছে। স্থানীয় ছাত্র, যুবসমাজ, এবং সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার দায়িত্ব পালন করছে এই কমিটি। কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র ও ইনসাফের পক্ষে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এবং জুলাই আন্দোলনের স্পিরিটকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া।”

SAD আশা করছে, নবগঠিত চবি আহ্বায়ক কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।