ঢাকাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

 

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল বুধবার বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানাবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার এ কথা জানান।

তিনি বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মিথ্যা প্রচার ও মিশনে হামলার পর জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম।

তিনি বলেন, অনেক ভারতীয় মিডিয়া মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।