উগ্র হিন্দুত্ববাদি সংগঠন ইসকন কর্তৃক এডভোকেট সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং সৃষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে বায়েজিদ থানা ছাত্র সমাজ এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বায়েজিদ থানার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশটি অক্সিজেন পুলিশ ফাঁড়ির সামনে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সকল রাজনৈতিক পরিচয়ের ছাত্রদের অংশগ্রহণ ছিল দৃশ্যমান।
সমাবেশে মাশরুর আনোয়ার চৌধুরী বলেন, “আওয়ামী লীগের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদ আমাদের উপর চেপে বসেছে। এই সুযোগে স্বৈরাচার সমর্থিত চক্র দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের সম্প্রীতির নিরবতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে।”
ছাত্র প্রতিনিধি সুলতানুল আরেফিন বলেন, “আমাদের আন্দোলনকে দমন করার জন্য হাসিনা রেজিমের পালিত সন্ত্রাসীরা সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ঐক্যবদ্ধভাবে আমাদের এসব হুমকির মোকাবিলা করতে হবে।”
বক্তব্যে নাহিদ বলেন, “যুগে যুগে অপশক্তিরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। কিন্তু আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। সুন্দর, সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার পূর্ব পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”
সমাপনী বক্তব্যে রাফসান বলেন, “ভ্রাতৃত্বের সম্পর্ক অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেমন রাজনৈতিক ব্যানারের বাইরে এসে লড়েছি, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে আমরা একইভাবে ঐক্যবদ্ধ হবো। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের নীরব ভূমিকা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।