ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী সাইফুল হত্যাকারীদের ধরতে ‘হার্ডলাইনে’ চট্টগ্রাম নগর পুলিশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৯, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

চিন্ময়কাণ্ডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। অন্যদিকে হত্যাকারীদের ধরতে ‘হার্ডলাইনে’ চট্টগ্রাম নগর পুলিশ। আইনজীবী নেতাদের ক্ষোভের মুখে খুনিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট উপকমিশনার (ডিসি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘কড়া নির্দেশ’ দিয়েছেন কমিশনার হাসিব আজিজ। হত্যাকারী যেই হোক কোনো ছাড় পাবে না—সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, নগরজুড়ে আইনশৃঙ্খলার অবনতিতেও ঊষ্মা প্রকাশ করেছেন নগর পুলিশের শীর্ষ এই কর্তা। সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে (ডিবি) সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

নগর পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সিএমপির সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সব বিভাগের ডিসি এবং সব থানার ওসি।

সভায় উপস্থিত সিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সিএমপি কমিশনার কড়া নির্দেশনা দিয়েছেন সকল ডিসি-ওসিকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের অতিদ্রুত চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট জোনের ডিসি এবং থানার ওসিকে নির্দেশ দেন তিনি। আসামিদের রাজনৈতিক পরিচয় যাই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সভায় সিএমপি কমিশনার সকল বিভাগের ডিসিদের সংশ্লিষ্ট এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সংঘটিত হত্যা এবং হামলার ঘটনায় হওয়া মামলার নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বাড়াতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

সভায় উপস্থিত নগর পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিএমপি কমিশনার আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কোনো অবহেলা মেনে নেবেন না বলে জানিয়েছেন। এজন্য এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ডিসি এবং কোতোয়ালী থানার ওসিকে বদল করেছেন তিনি। সভায় সিএমপি কমিশনার এই হত্যাকাণ্ড নিয়ে অগ্রগতি জানতে চাইলে ওসি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর ফলেই পরশু ডিসিকে বদলির পর সভা শেষে ওসিকেও বদলি করা হয়েছে।

ওই সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির ও উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন।