ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো এক মঞ্চে চট্টগ্রামের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৯, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে প্রথমবারের মতো ৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা “জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি: পাওয়া-না পাওয়া।” স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) – চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ঐক্যের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

সভায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের গুরুত্ব এবং তাদের কার্যকর ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এর ধারাবাহিকতায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে, তা আমাদের ভাবতে হবে।”

সভাপতির বক্তব্যে SAD-চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম সাজিদ বলেন, “এই আলোচনা সভার মাধ্যমে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তোলার প্রথম পদক্ষেপ নিয়েছি। জুলাই জনঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতেই আমাদের এই প্রচেষ্টা।”

আলোচনায় উঠে আসে—

  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট ও সম্ভাবনা।
  • মূলধারার নীতিনির্ধারণে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কৌশল।
  • রাষ্ট্র ও সমাজের কাঠামোগত সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা।

 

সভায় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ আগ্রহী নাগরিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের সৃষ্টিশীল মতামত ও প্রস্তাবনা আলোচনাকে সমৃদ্ধ করেছে।

আয়োজক SAD-এর পক্ষ থেকে জানানো হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় এবং বৃহত্তর সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সভাটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ঐক্য ও ভবিষ্যৎ ভূমিকার দিকনির্দেশনা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করেছে।