ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে”—জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৯, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সিআরবি শিরিষ তলায় গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংলাপ আয়োজন করা হয়।

জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে এবং প. নাসিরুদ্দিন তালুকদারের সঞ্চালনায় গণসংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জোনায়েদ সাকি। তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে আবু সাঈদের আত্মত্যাগ ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধতার প্রতীক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়নের সময় এসেছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশেষত ইসকনকে কেন্দ্র করে আইনজীবী হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চট্টগ্রামবাসী যেভাবে নস্যাৎ করেছে, তেমনই ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনি জেলা গণসংহতির সমন্বয়ক এডভোকেট কায়কোবাদ, চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ হারুন, মীরসরাই আহ্বায়ক শাম্মাসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ, বি.এম. ডিপোর আহত শ্রমিক নূর হোসেন, শিক্ষক প্রতিনিধি রিদোয়ান ফরহাদ, ছাত্রনেতা শওকত ওসমান তৌকির ও ওবায়দুল্লাহ, এম্পাওয়ারিং আওয়ার হিরোজ-এর কলি কায়েজ এবং গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা রয়েন মারমা ও মোঃ সোহাগ।

গণসংলাপটি সফলভাবে সম্পন্ন হয়।