ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে সিআইইউ-র শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৮, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যার বিচার এবং আইনজীবীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার তীব্র নিন্দা জানিয়ে জঙ্গি সংগঠন ইসকনের সন্ত্রাসী হামলার শিকার এই সাহসী আইনজীবীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আইনজীবীদের সুরক্ষায় একটি কার্যকর আইন দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান তালহা এবং ব্যবসা অনুষদের সহকারী অধ্যাপক সাঈদ আহসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহমুদুল হাসান, সাদেল চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুমিনুল ইসলাম, হোসাইন মাসুম, রিয়াজুল করিম, ইনজামামুল হক, শেখ আবদুল্লাহ, সামি এবং সাকিফা। মানববন্ধন কর্মসূচির সঞ্চালক ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জামালখান মোড় হয়ে চেরাগি পাহাড় মোড়ে ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতীকী অবস্থান নেন। এরপর ক্যাম্পাস চত্বরে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

বক্তারা জোর দিয়ে বলেন, “অ্যাডভোকেট আলিফ ভাইয়ের মতো সাহসী আইনজীবীদের হত্যার ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সরকারকে অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এটি শুধু আইনজীবীদের সুরক্ষা নয়, দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ প্রসঙ্গে, চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন পুরো চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে। তারা প্রতিজ্ঞাবদ্ধ যে এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।