ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও গায়েবানা জানাযা

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
নভেম্বর ২৭, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শোক ও প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মানববন্ধন ও জিরো পয়েন্টে গায়েবানা জানাযা কর্মসূচি গ্রহণ করে।

উল্লেখ্য যে, গত ২৬ তারিখ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের মেথরপট্টি রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে জবেহ করে হত্যা করা হয়। ঘটনাস্থলে আইনজীবী সাইফুল মৃত্যুবরণ করেছেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্লাহ পাটওয়ারী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষক শিক্ষার্থীদের দাবি ছিল, ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা, সাইফুল হত‍্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা এবং ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজা পড়ান যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।