ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার নিন্দা এবং শোক জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) এর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৭, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) সভাপতি এবং সদস্য সচিব এডভোকেট ভুলন ভৌমিক ও এডভোকেট আমীর আব্বাস এক যৌথ বিবৃতিতে আজ বিকেল চারটায় জয় শ্রীরাম স্লোগানধারী কতিপয় দুর্বৃত্ত কর্তৃক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র নিন্দা জানান এবং একইসাথে এডভোকেট আলিফের পরিবার ও সহকর্মী আইনজীবীদের প্রতি শোক ও সমবেদনা জানান।

নেতৃবৃন্দ জানান, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে বাংলাদেশ যখন একটা গণতান্ত্রিক বিনির্মাণের পথে তখন দেশী বিদেশী চক্রান্তকারীরা এই অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস এবং প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। সারা দেশব্যাপী নানা রকম নৈরাজ্য তৈরীর চেষ্টা চলছে। জনগণও সে চেষ্টাকে সম্মিলিতভাবে প্রতিহত করছেন। এখন সনাতন ধর্মালম্বিদের নাম ব্যবহার করে জয় শ্রীরামধারী দূর্বৃত্তরা পরিস্কারভাবে অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। এর লক্ষণ ষড়যন্ত্রকারীরা আজ এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার মতো ঘৃণ্য কাজ করেছে। এরা অভ্যুত্থানের অসাম্প্রদায়িক অর্জনকে ধ্বংস করতে উদ্যত।

নেতৃবৃন্দ বলেন, এই জয় শ্রীরামধারীদের সাথে সনাতন ধর্মালম্বিদের কোনো সম্পর্ক নেই। তাই সনাতন ধর্মালম্বিদের জয় শ্রীরামধারীদের রুখে দেবার এবং একইসাথে সম্প্রদায়গত বিভেদ বা বিরোধ তৈরী করতে পারে এমন কোনো উসকানিতে সনাতন ধর্মালম্বীদের সর্তক থাকার আহ্বান জানান। নেতৃবৃন্দ এডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানান।