ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিটিজিপোস্টের মাসিক সংস্করণ ‘জনপদ’ এর নভেম্বর সংখ্যা ‘হাসিনীয় বাকশাল (২.০)’ প্রকাশিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৫, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সমসাময়িক ৩৬ জুলাই পরবর্তী রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গভীর বিশ্লেষণধর্মী পত্রিকা জনপদ-এর নভেম্বর সংখ্যা ‘হাসিনীয় বাকশাল (২.০)’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই প্রকাশনা অনুষ্ঠানটি চট্টগ্রামের জামালখানস্থ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বুকশপে আজ বিকেল ৪টায় এক উন্মুক্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপদ সম্পাদক ইশাত মান্নান, সাবেক ছাত্রনেতা মো: শহিদুজ্জামান, নির্বাহী সম্পাদক সাজিদ সামী চৌধুরী, রাষ্ট্রচিন্তা চবির সদস্য আল মাশনুন, জনপদ ফাউন্ডেশনের সক্রিয় সদস্য আবরারুল হাসান চৌধুরী ও আরিফুল হাসান ইমন। ছাত্র ফেডারেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক আরিফ এবং ছাত্রনেতা আবদুল্লাহ আল মুনির রাফিও গুরুত্বপূর্ণ ভূমিকা উপস্থাপন করেন।

এছাড়াও, স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি-এর চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা প্রতিনিধিদের অংশগ্রহণ। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের প্রতিনিধি মৌমিতা চৌধুরী সুপ্তি এবং একই ক্লাবের সদস্য ফাহমিদা রহমানকেও উপস্থিত হতে দেখা যায়।

আলোচনায় বক্তারা পতিত হাসিনীয় শাসনব্যবস্থার অনৈতিক অবস্থান, বাকশালের নব্য রূপ এবং এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। ‘হাসিনীয় বাকশাল (২.০)’ প্রকাশনা বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান চিত্র, তার চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে জনমানসে নতুন চিন্তার সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হয়। শহীদ ওয়াসিম আকরাম এর প্রতি সম্মান রেখে তার ইলাস্ট্রেশন সংবলিত বুকমার্কও প্রতি ম্যাগাজিনের সাথে ফ্রী দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে একত্রে দেশ ও জাতির কল্যাণে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জনপদ-এর এই সংখ্যাটি পাঠকদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক একাডেমিক ঝড় তুলবে বলেও আশা করা হচ্ছে।