ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস:সাফল্য-ব্যর্থতা ও সংকট সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২৪, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস:সাফল্য-ব্যর্থতা ও সংকট সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতবিভিন্ন ক্ষেত্র ও ধারার তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে আজ ২৩ নভেম্বর নগরীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে স্টুডেন্ট প্লাটফর্ম এগেইন্সট অপ্রেশন আয়োজন করে “অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস: সাফল্য-ব্যর্থতা ও সংকট সম্ভাবনা “ শীর্ষক সেমিনার।

 

 

সেমিনারে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক তরুণ ব্যক্তিবর্গ। উপস্থিত তরুণদের মধ্যে ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর মহানগর পরিকল্পনা সম্পাদক তানভীর মোস্তফা , জাতীয়তাবাদী ছাত্রদল এর চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি সাফরাশ নুরী সিজ্জি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি রিপা মজুমদার , হিজড়া সম্প্রদায় এর প্রতিনিধি গুরুমা সুফিয়া হিজড়া, পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সভাপতি রোনাল চাকমা , রাষ্ট্রচিন্তার প্রতিনিধি আল মাসনূন, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য-সচিব আবির বিন জাবেদ, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ ।

 

অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বর্তমান সরকারের সমালোচনা করে বলেন এই সরকারকে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে, আন্দোলনে আহতদের চিকিৎসা ও পূণর্বাসন নিশ্চিত করতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জননিরাপত্তা সহ বিদ্যমান সংকটগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সংস্কার কমিশনগুলোর অগ্রগতি জনগনের সামনে তুলে ধরতে হবে।

 

বক্তারা জুলাই অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের পদক্ষেপ, বিভিন্ন প্রকল্পের ব্যয় কমানো, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সহ নানা ইতিবাচক কর্মকান্ডগুলো নিয়ে আশাবাদ ব্যাক্ত করেন। সংগঠন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠন এর প্রতিষ্ঠাতা নুজহাত তাবাসসুম। তিনি বলেন, “আজকের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও অরাজনৈতিক তরুণ প্রতিনিধি ও হিজড়া জনগোষ্ঠীর তরুণ প্রতিনিধি এক মঞ্চে বসে সামাজিক সহাবস্থান তথা ইনক্লুসিভিটির যেই বার্তা দিলেন, তা সামাজিক নিপীড়ন রোধে ঐক্যবদ্ধ প্রতিবাদ তৈরীতেও ভূমিকা রাখবে।” সহ-প্রতিষ্ঠাতা তানজিম আহমেদ, তৌহিদ প্রাইম, অর্ণব মিত্র তাদের বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরেক সহ-প্রতিষ্ঠাতা সাদেকু মুজতবা মাহি। রাত ৮:০০ আয়োজনটির সমাপ্তি ঘটে