আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এমন শিরোনামে ড. ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু।
সোমবার দ্য হিন্দুর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি, এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না।
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আপত্তি আছে কিনা এমন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনীতিবিদ নই যে— একটি দল বা অন্য দল বেছে নেবে। আমি রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি। আমি নিজেকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখি না বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ।
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত সকল প্রতিবেদনকে প্রধান উপদেষ্টা প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন। ভারতীয় এ ধরনের প্রতিবেদন ও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।