জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৩ হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার পর তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁদের ট্রাইব্যুনালে তোলা হল।
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অসুস্থ থাকায় ড. আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনা হয়নি।
সরেজমিনে সকালে ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা গেছে, হেভিওয়েট আসামিদের আনার জন্য ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের অস্থায়ী আদালত ভবনে রাখা হয়েছে। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত হয়েছে এজলাস কক্ষ। তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে।
গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ আসামিদের হাজির করার আদেশ দেন।