ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ষোলশহর রেলস্টশনে “স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির” আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৪, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

“জুলাই গণ অভ্যুত্থান এর একশো’ দিন, শহীদদের স্মরণ ও আমাদের পাওয়া – না পাওয়া” নিয়ে আজ বুধবার (১৩ নভেম্বর) বিকাল চারটায় ষোলশহর রেলস্টশনে “স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির” এক গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উক্ত সংগঠনের সদস্যসহ ছাত্র-জনতার জমায়েত ছিলো।

এই আলোচনায় স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন বলেন, “এই ডাক ওয়াসিমের ডাক, এখানে আজ ওয়াসিম আসতে পারে নাই। কিন্তু সে বলেছিলো, আসুন সবাই ষোলশহর। কোন একদিন সে আবারও ডাক দিবে ষোলশহরে আসার জন্য, আমাদেরকে আবারও আসতে হবে। কারণ এই সরকার আমাদের রক্তেমাংসে গড়া সরকার। আমরা আশা করবো তাদের কার্যক্রম আমাদের আকাঙ্খার প্রতিফলন ঘটবে। যদি না হয় আমরা ওয়াসিমের মত আবারো ডাক দিবো।”

জাস্টিস ফর জুলাই এর সদস্য কাজী ওলিউল্লাহ বলেন, “ষোলশহর থেকে হেঁটে যেতে এখনো ভয় হয়, কখন জানি গ্রেফতার হই, কখন গুম হই, কখন খুন হই। দেশ থেকে এখনো ডিজিটাল আইন যায় নাই।” স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য সচিব আবির বিন জাবেদ বলেন, “ইন্টারিম গভমেন্টে কি হয় জানি না, আমাদের অভ্যুত্থান হইছে জন সম্মুখে কিন্তু উপদেষ্টা কেন হবে গোপনে?” স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য খোবাইব হামদান বলেন, “ইন্টেরিম গভমেন্ট নাকি জন-আকাঙ্খা বুঝতে পারে না, অভ্যুত্থানের আকাঙ্খায় হচ্ছে জন-আকাঙ্খা। জন-আকাঙ্খা বুঝতে অভ্যুত্থানের লোকদের সাথে কথা বলুন।” এতে উপস্থিত ছিলেন জনমুক্তির মুখপাত্র খান আয়ুব, জাস্টিস ফর জুলাই এর সদস্য মোহাম্মদ সুলাইম সহ আরও অনেকে।