ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৪, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানিয়েছেন, শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে। তিনি দেশটিতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন, সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। আরও জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়টি দেখবেন বলেছেনও।

তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি বলে এ সময় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ভারতে কতজন বাংলাদেশি পালিয়ে গেছেন আর তাদের সংখ্যা সরকার জানে কি না— এমন প্রশ্নে তৌফিক হাসান বলেন, সত্যিকার অর্থে এ ধরনের কোনো পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের কাছে নেই।

এদিকে, জরুরি মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের কোনো ভিসা দিচ্ছে না ভারত। এ নিয়ে ভারত সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। যদিও এখন পর্যন্ত সেই অর্থে ভিসা প্রাপ্তির জটিলতা কাটছে না। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য, এটি ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি। তারা বারবারই তাদের জনবলসংকটের কথা বলে আসছে।

সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। এরপর থেকে সবগুলো মিশনে প্রটোকল ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দেয়া হবে।