জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিভিন্ন দেশের প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে শামিল হবেন।
তার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকা। বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে (ব্রাসিলিয়ায় তখন দুপুর) সুপ্রিম কোর্টের সামনের ওই অঞ্চলে হঠাৎই দু’টি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে একে জঙ্গিহানা বলেই মনে করা হচ্ছে।
বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফেডারেল পুলিশ। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। খালি করে ফেলা হয় আদালত চত্বর।
অদূরের সচিবালয় এবং পার্লামেন্ট ভবন থেকে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে শামিল হবেন। তার আগে এই বিস্ফোরণের নেপথ্যে কোন কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে কি-না, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ।