ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কেইপিজেডের কারখানায় খাবারের টেন্ডার কাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৪, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

কেইপিজেডের ভেতরে আমেরিকান এন্ড ইফার্ড (বাংলাদেশ) লিমিটেড নামের একটি কারখানায় খাবারের টেন্ডার পেতে কারখানার কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস কাঞ্চনকে দল থেকে বহিষ্কারের পরে এবার দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আব্দুল করিমকে দল থেকে বহিষ্কার করেছে দলটির হাইকমান্ড।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আবদুল করিম ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খান টিপুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, গত ২১ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)র ভেতরে আমেরিকান এন্ড ইফার্ড (বাংলাদেশ) লিমিটেড নামের একটি কারখানায় খাবারের টেন্ডার পেতে কারখানার মানবসম্পদ বিভাগের ডিজিএম শেগুফতা গনিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এঘটনায় কোম্পানীর মানবসম্পদ বিভাগের ডিজিএম শেগুফতা গনি এঘটনায় কর্ণফুলী থানায় একটি জিডিও করেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে এই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

কেইপিজেড ও জিডি সূত্র জানায়, ওই কোম্পানীতে খাবারের টেন্ডার পাওয়ার জন্য দুই মাস আগে কারখানার ডিজিএম শেগুফতা গণিকে প্রস্তাব দেন ইলিয়াস কাঞ্চনসহ অভিযুক্তরা। ওইসময় তিনি কোম্পানির নিয়ম অনুযায়ী বিবেচনা করার কথা জানান। কিন্তু অভিযুক্তরা প্রতি সপ্তাহে বাদীর মোবাইলে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চাইতেন। সর্বশেষ গত সোমবার বিকেলে মো. ইলিয়াছ কাঞ্চন ও মো. কাইয়ুম খানসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে ফ্যাক্টরীতে গিয়ে হুমকিধামকি দেন এবং গালাগাল করেন।