ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার পাইপে আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১৪, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ঘন্টাখানেকের চেষ্টাইয় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে শতাধিক ড্রেজিংয়ের ফ্লোটার পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আরিচার বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ অফিসের সামনে সারিবদ্ধভাবে রাখা ফ্লোটারগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।