বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন- ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটানোর ভিত্তি তৈরি করেছিল বিএনপি। বিএনপি’র হাজার হাজার কর্মীর উপর হামলা-মামলা, জেল-জুলুম, গায়েব-খুনের মধ্য দিয়ে এই পটভূমি তৈরি হয়েছিল। কিন্তু এখন সরকার পতনের পর অন্য বয়ান তৈরি হচ্ছে।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া ওয়াসার মোড় এলাকায় বিএনপি আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।
সমাবেশে আমীর খসরু বলেন- এখন শুধু সংস্কারের বয়ান চলছে। কিন্তু সেখানে বাংলাদেশের মানুষ কবে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে সেই বয়ান নাই, বাংলাদেশ কখন একটি গণতান্ত্রিক দেশ হবে সেই বয়ান নাই।
এক বছর আগে বিএনপি’র মহাসচিব তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের যে ৩১ পয়েন্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে সবকিছু আছে উল্লেখ করে আমির খসরু বলেন- জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিশাল মিছিল কাজীর দেউরি হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।