শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আওয়ামী লীগ এখন একটি মরা লাশ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরল হক নূর। শনিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় নেত্রকোণার মোক্তারপাড়ার মাঠে গণ-অধিকার পরিষদের তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক আরও বলেন, পল্টনের জিরো পয়েন্টে দাঁড়ালে কাউকে ছাড় দেয়া হবে না, আর কাউকে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। দেশে চাঁদাবাজদের হাত বদল হয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন দেয়ার জন্য তাড়াহুড়ো করার কিছু নেই। এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে খুনি হাসিনা ও তার দোষরা। তাদের প্রতিহত করারও আহ্বান জানান তিনি।
গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ভারতে বসে অডিও বার্তা দিয়ে পল্টন জিরো পয়েন্টে সমাবেশ করতে দেয়া হবে না। একজনকেও পল্টনে দাঁড়াতে দেয়া হবে না।
সমাবেশে নেত্রকোণা জেলা ইউনিটের নেতা-কর্মী ছাড়াও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বক্তব্য রাখেন। সমাবেশে কয়েক হাজার গণ-অধিকার পরিষদের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।