শেখ হাসিনা পালালেও তার দোসররা ঘাঁপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুযোগ পেলে তারা আবার হামলা করবে জানিয়ে ফখরুল সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার আহ্বান জানান।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা তার সহকর্মীদের নিয়ে লুটপাট করেছেন। এই ১৭ বছরে অনেক মানুষ জীবন দিয়েছেন। হাজার হাজার মানুষ কারাবরণ করেছেন। বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে
ফখরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো ঘাঁপটি মেরে আছে। তারা সুযোগ পেলে হামলা করবে। আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেব।
র্যালিপূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। পরে বর্ণাঢ্য একটি র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়। এটি মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র্যালিতে সারাদেশ থেকে আসা লাখো নেতাকর্মী অংশ নেন।