ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাজারী লেনের ঘটনার সঙ্গে জড়িত ৮২ ইসকন সমর্থককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৭, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সনাতনী ধর্মীয় সংগঠন ইসকনকে ‘জঙ্গী’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর হাজারী লেনে ঘটা ঘটনায় জড়িত ৮২ জনকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ ও যৌথবাহিনী।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন। এদিকে একই বিষয়ে দুপুরে দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের সদর দপ্তরে যৌথবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপ-কমিশনার মো. রইছ উদ্দিন বলেন, ফেসবুকে একটি পোস্ট শেয়ার দেওয়াকে কেন্দ্র হাজারী গলির মিয়া শপিং কমপ্লেক্সের মোল্লা স্টোরের মালিক মো. ওসমানকে কিছু মানুষ অবরুদ্ধ করে রেখেছে, এমন ফোনকল পেয়ে কোতোয়ালী থানা পুলিশ সেখানে ছুটে যায়। কিন্তু পরিস্থিতির অবনতি হলে যৌথ বাহিনীর সদস্যরাও যোগ দেন। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা তাকে ছিনিয়ে নিতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইনপাটকেল ও অ্যাসিড নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর পাঁচজন ও পুলিশের নয়জন সদস্য আহত হয়েছেন। পুলিশের এক সদস্য অ্যাসিড দগ্ধ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিক আমরা জড়িত ৮২ জনকে আটক করেছি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, যারা এ ঘটনায় জড়িত ছিল, তারা ‘জয় শ্রীরাম’ বলে শ্লোগান দিয়েছে। এছাড়া ফেসবুকে যে ধরনের প্রচার-প্রচারণা, গোয়েন্দা তথ্য বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ইসকন সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছেন। পোস্ট শেয়ার করা ওসমান আলী পুলিশ হেফাজতে রয়েছেন।

যৌথবাহিনীর সংবাদ সম্মেলনে টাস্কফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ বলেন, ইসকন বিরোধী পোস্ট দেওয়ায় হাজারী লেনের দোকানদার ওসমান আলী ও তার ভাইকে হত্যা করা এবং দোকান জ¦ালিয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্তত ৫০০-৬০০ দুষ্কৃতকারী জড়ো হয়। স্থানীয় কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যদের ছয়টি টহল দল ওই এলাকায় পৌঁছায়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি হওয়ায় জানমাল রক্ষা এবং মব জাস্টিস রোধে যৌথ বাহিনী ওসমান আলী ও তার ভাইকে ওই এলাকা থেকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানে আশ্বস্ত করা সত্ত্বেও এক পর্যায়ে উগ্র বিশৃঙ্খলাকারী ব্যক্তিরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। দুর্বৃত্তরা এ সময় যৌথ বাহিনীর ওপর অতর্কিতভাবে জুয়েলারির কাজে ব্যবহারের অ্যাসিড হামলা চালায়। ভারী ইটপাটকেলসহ ভাঙা কাচের বোতল ছুড়তে শুরু করে। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ ৩৭ পুলিশ সদস্য আহত হন। সেনাবাহিনীর পাঁচ সদস্যকে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ, চট্টগ্রাম) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে দুর্বৃত্তরা ইট ছুড়ে সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের উইন্ডশিল্ড ভেঙে ফেলে।

লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ আরও বলেন, উদ্ধার অভিযানের পর দুর্বৃত্ত শনাক্তকরণে যৌথ বাহিনীর ১০টি টহল দল গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে হাজারী লেন এলাকায় গেলে লুকিয়ে থাকা দুষ্কৃতকারী ব্যক্তিরা পুনরায় যৌথ বাহিনীর ওপর অ্যাসিডসদৃশ বস্তু ছুড়তে শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারী ব্যক্তিদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলমান। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরের অন্যান্য এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।