যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার জয়ের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর ও উন্নতি হবে বলে আশা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান।
বিকালে, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান। বলেন, যুক্তরাষ্ট্র চায় দেশে দেশে গণতান্ত্রিক পরিবেশের উন্নতি হবে, বাংলাদেশ এখন সেই ধারায় রয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রেসসচিব জানান, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ট্রাম্পের টুইট মিসগাইড থেকেই। তখন তিনি একটি দলের নেতা। এখন তিনি মার্কিন প্রেসিডেন্ট হয়ে সঠিক তথ্য জানতে পারবেন।
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাধারণ পাসপোর্ট পেতে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি সরকার তদন্ত করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
খালেদ মুহিউদ্দীনের অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কাউকে রাখা দায়িত্বশীল সাংবাদিকতা কীনা, তা তার আত্ম জিজ্ঞাসার ওপর ছেড়ে দেন প্রেসসচিব।