যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন মার্কিন নাগরিকরা। ছিলেন বাংলাদেশিরাও, যাদের কাছে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পেয়েছে অর্থনীতি, গর্ভপাত, স্বাস্থ্যনীতি, অভিবাসন, কর্মসংস্থান ও ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন।
এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ছিল অনেক বেশি। নারী ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। এদিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট দেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। আর দুদিন আগে ডাকযোগে আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুজনই জয়ের বিষয়ে বেশ আশাবাদী ছিলেন।
তবে বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায়, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
বিজয় নিশ্চিতের পর সমর্থকদের উদ্দেশে ভাষণে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করবেন তিনি। ঝুলন্ত অঙ্গরাজ্যের ভোটারদের জানান বিশেষ ধন্যবাদ।
ট্রাম্পের এ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা।
নির্বাচনে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।