ঢাকামঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৫, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রায় এক মাস বন্ধ থাকার পর খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র খুলেছে। আজ মঙ্গলবার থেকে আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন খাত সংশ্লিষ্টদের।

এর আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার কারণে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্রে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, ‘এখানকার পর্যটন খাতের সাথে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পড়েছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।’

খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা কোকোনাথ ত্রিপুরা বলেন, ‘আজ থেকে আলুটিলায় পর্যটকেরা প্রবেশ করছে। সকালে পর্যটকের চাপ কিছুটা কম থাকে। সকাল ১১টা পর্যন্ত শতাধিক পর্যটক আলুটিলা ভ্রমণ করেছে। বিকেলে আরও বাড়তে পারে।’

খাগড়াছড়ির জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘আজ খাগড়াছড়ি জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে।’