ঢাকাশুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদানির বকেয়ার জন্য বিগত সরকার দায়ী, দ্রুতই ঋণ শোধ করা হবে : শফিকুল আলম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

আদানির বকেয়ার জন্য দায়ী বিগত সরকার। তবে এই ঋণ দ্রুত শোধ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আদানির কাছে সাতশো মিলিয়ন ডলারের বকেয়া আছে বলেও জানান তিনি।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, সরকার কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টি কার্যালয়ে হামলা এবং আগুন দেয়ার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে বলেও জানান।

এ সময় জানানো হয়, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। গত সরকারের সময় ব্যাংকখাতে লুটপাটের চিত্র শ্বেতপত্রের মাধ্যমে জনগণকে জানানো হবে।

প্রেস উইং জানায়, মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। অন্তর্বর্তী সরকার তাদের অবদান স্বীকার করে।