ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করতে আদানির তাড়া, না হলে বিদ্যুৎ বন্ধের হুমকি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ৩, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া ৮৫০ মিলিয়ন ডলার পরিশোধের বিষয়ে স্পষ্ট বার্তা না পেলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বকেয়ার ১৭০ মিলিয়ন ডলার পরিশোধের জন্য গত ৩১ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সময় বেঁধে দেয় আদানি পাওয়ার। সংস্থাটি কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। যা ক্রয়চুক্তির সঙ্গে সামঞ্জস্য ছিল না।

একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ডলারের সংকটের কারণে সময়মতো ওই অর্থ পরিশোধ করা যায়নি।

এদিকে, বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। গতকাল শুক্রবার পর্যন্ত প্রতিষ্ঠানটির ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ। যদিও এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।

আদানির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে তাঁর প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কর্মকর্তারা আশা করছেন, এ সমস্যার সমাধান হয়ে যাবে।

ঝাড়খন্ডে স্থাপিত গড্ডা প্ল্যান্ট ভারতের একমাত্র বিদ্যুৎ প্ল্যান্ট, যেটি শুধুমাত্র বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে স্থাপিত হয়েছিল। গড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার পর ২০২৩ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। তখন এই বিদ্যুৎকেন্দ্রকে ‘ভারত-বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছিলেন তিনি।