ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল রবিবার শপথ নিতে যাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নানা ‘জলঘোলার পর’ আগামীকাল রবিবার শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাঁকে শপথ পড়াবেন। 

সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির শীর্ষ নেতা, মেয়র শাহাদাতের আত্মীয়সহ ১৬০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন। এছাড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, মেয়রের আত্মীয়-স্বজনসহ ২৭ জন অতিথি যোগ দিচ্ছেন। এছাড়া শপথগ্রহণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন চসিক মেয়র। এতে চট্টগ্রাম থেকে আগত নেতাকর্মীরা অংশ নেবেন।