ঢাকাশনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্যানেল মেয়র লিটনের ছাগলের খামারে মিলল সিগারেটের নকল ব্যান্ডরোল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নকল সিগারেট ব্যবসায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ছাগলের খামারে অভিযান চালিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ সময় খামারের মাটি খুঁড়ে বের করা হয়েছ বিপুল পরিমাণ নকল ও ব্যবহৃত সিগারেটের ব্যান্ডরোল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় এ টোবাকোর গুদাম ও ছাগলের খামারে অভিযান চালানো হয়।

কাস্টমস জানিয়েছে, বিজয় টোবাকোর বেশিরভাগ শেয়ারের মালিক কাউন্সিলর আবদুস সবুর লিটন ও তাঁর ভাই আবদুল মান্নান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানায়, মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও নকল সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেডের কক্সবাজারের ভ্যাট ম্যানেজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প ও আড়াই লাখ পিস সিগারেট নকল ব্যান্ডরোলের জব্দ করা হয়। বর্ণিত ব্যান্ডরোলগুলো ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।’

এর আগে ৯ এবং ২১ মে শুল্ক গোয়েন্দারা তারা ইন্টারন্যাশনাল টোবাকোতে অভিযান চালায়। এ সময় বেশ কিছু নথিপত্র জব্দ করেন তারা।